কোহলির চার বছরের রাজত্বের অবসান, শীর্ষে বাবর আজম

ভিরাট কোহলি ও বাবর আজম
ভিরাট কোহলি ও বাবর আজম  © ফাইল ফটো

দীর্ঘ প্রায় চার বছর ধরে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সেরা ব্যাটসম্যানের মুকুট ধরে রেখেছিলেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। তবে তাকে রাজত্ব থেকে সরিয়ে এবার সেরার মুকুটটি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের দখলে।

আজ (বুধবার) দুপুরে ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন বাবর। তার চেয়ে ৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন কোহলি। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠলেন বাবর।

৮২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রোহিত শর্মা। ৮০১ পয়েন্ট নিয়ে চারে কিউই ব্যাটার রস টেইলর। অ্যারন ফিঞ্চ পাঁচে, জনি বেয়ারস্টে ছয়ে ও ফখর জামান রয়েছেন আইসিসির র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন মুশফিকুর রহীম। ৬৯৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছে ১৮-তম স্থানে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল রয়েছেন ২৩-তম স্থানে, সাকিব আল হাসানের অবস্থান ২৬।


সর্বশেষ সংবাদ