মালয়েশিয়া

সৃষ্টিকর্তার সম্বোধনে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবেন খ্রিস্টানরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

এখন থেকে মালয়েশিয়ার খ্রিষ্টানরাও সৃষ্টিকর্তার সম্বোধনে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার দেশটির হাইকোর্ট এ সংক্রান্ত রায় দিয়েছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় ১৯৮৬ সালে খ্রিস্টানদের সৃষ্টিকর্তা সম্বোধনে ‘আল্লাহ’ শব্দ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। তবে সেই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন হাইকোর্ট। এর ফলে দেশটিতে এখন থেকে খ্রিস্টানরা ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবেন।

মালয়েশিয়ায় বসবাসরত খিস্টানদের দাবি, সৃষ্টিকর্তার সম্বোধন হিসেবে তারা কয়েক শতাব্দী ধরে আল্লাহ শব্দ ব্যবহার করে আসছেন।


সর্বশেষ সংবাদ