টেস্টে আফগানিস্তানেরও নিচে বাংলাদেশ

আফগানিস্তানের উল্লাস
আফগানিস্তানের উল্লাস  © ফাইল ফটো

মাত্র কয়েক বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে। ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বর র‌্যাংকিংয়ে রয়েছে তারা। আর ৫১ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১০।

সম্প্রতি টেস্ট খেলুরে দলগুলোর র‌্যাংকিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রকাশিত র‌্যাংকিংয়ে এক নম্বরে রয়েছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২২। আর দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৮।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ৪ টেস্টের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। সেই সঙ্গে আইসিসির দলগত টেস্ট ব়্যাংকিংয়েও এক নম্বরে উঠে এসেছে কোহলির দল। দুইয়ে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রতিযোগী নিউজিল্যান্ড।

টেস্ট র‌্যাংকিংয়ে তিন নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১১৩। ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৫। এছাড়া তালিকায় পাঁচে পাকিস্তান (৯০), ছয়ে দক্ষিণ আফ্রিকা (৮৯), সাতে শ্রীলঙ্কা (৮৩) ও আটে ওয়েস্ট ইন্ডিজ (৮০)।


সর্বশেষ সংবাদ