বেশিদিন স্কুল বন্ধ রাখা ১৪ দেশের তালিকায় বাংলাদেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

করোনা ভাইরাসের সময় সবচেয়ে বেশিদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা ১৪ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও। প্রায় এক বছর ধরে দেশের সব স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক শিশু বিষয়ক সংস্থা করোনাকালীন সবচেয়ে বেশিদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে এমন ১৪ দেশের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা থেকে এমন তথ্য পাওয়া গেছে।

ইউনিসেফ প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি স্কুলগুলো পুনরায় খোলার বিষয়ে অগ্রাধিকার দিতে সরকারগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। তারা বলেছে, লকডাউনের কারণে বিশ্বব্যাপী ১৬ কোটি ৮০ লাখেরও বেশি শিশুর স্কুল প্রায় এক বছর ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। এ ছাড়াও বিশ্বব্যাপী প্রায় ২১ কোটি ৪০ লাখ বা প্রতি সাতজনের মধ্যে একজন ব্যক্তিগত শিক্ষা গ্রহণের সুযোগ হারিয়েছে।

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টোমো হোযুমি বলেছেন, ‘৩০ মার্চ স্কুল পুনরায় চালু করতে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানাই। অন্যান্য উন্নয়ন অংশীদারদের সঙ্গে একত্রে ইউনিসেফ বিদ্যালয়গুলো নিরাপদে পুনরায় চালু করতে সহায়তা দিতে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ও নিবিড়ভাবে কাজ করে চলেছে।


সর্বশেষ সংবাদ