মিয়ানমারে বিক্ষোভে সবচেয়ে ‘রক্তক্ষয়ী দিন’, প্রাণ গেল ৩৮ জনের

মিয়ানমারে চলমান বিক্ষোভে একদিনেই প্রাণ গেছে ৩৮ জনের
মিয়ানমারে চলমান বিক্ষোভে একদিনেই প্রাণ গেছে ৩৮ জনের  © বিবিসি

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে হওয়া বিক্ষোভে একদিনে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। একমাস আগে সামরিক অভ্যুত্থান হওয়ার পর এটিকে সবচেয়ে ‘রক্তক্ষয়ী দিন’ বলছে জাতিসংঘ। মিয়ানমারে জাতিসংঘের দূত ক্রিস্টিন স্ক্রেনার বার্গেনার জানিয়েছেন, দেশটির বিভিন্ন স্থান থেকে ভয়াবহ ভিডিও পাওয়া যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেটের পাশাপাশি আসল গুলিও ছুঁড়েছেন।  গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান শুরু হওয়ার পর মিয়ানমারে গণ বিক্ষোভ শুরু হয় মিয়ানমারে।

মিয়ানমারে সেনা শাসনের অবসান ঘটিয়ে অং সান সু কি স'হ নির্বাচিত নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সামরিক অভ্যুত্থান এবং বিক্ষোভ দমন করার উদ্দেশ্যে মিয়ানমার সরকারের নেয়া সহিংস পদক্ষেপের বিশ্বজুড়ে সমালোচনা হলেও মিয়ানমারের সেনাবাহিনী এখন পর্যন্ত সব ধরনের সমালোচনা উপেক্ষা করেছে।

এদিকে বুধবারের মৃত্যুর ঘটনার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক আহবান করেছে যুক্তরাজ্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার চিন্তা-ভাবনা করছে। খবর: বিবিসি বাংলা।


সর্বশেষ সংবাদ