এবার কানাডায় করোনার নতুন ধরন শনাক্ত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫ AM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫ AM
কানাডার আলবার্টায় সম্প্রতি যুক্তরাজ্য থেকে আগত একজন ব্যক্তির মধ্যে করোনার নতুন ধরন শনাক্ত করা হয়েছে। সোমবার বিকেলে আলবার্টার চিফ মেডিক্যাল অফিসার ডা. ডিনা হিনসা এ তথ্য জানান।
তিনি বলেন, শনাক্ত হওয়া ব্যক্তি নিজেকে আলাদা করে রেখেছেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলেছেন। তাই করোনার এই নতুন ধরন তার মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম।
ডা. ডিনা হিনসা বলেন, মনে রাখা জরুরি জনস্বাস্থ্য ব্যবস্থা যে স্থানে রয়েছে তা এই রূপের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক এবং আমরা একে অপরকে রক্ষা করার জন্য সর্বোত্তম কাজটিই করছি।
উল্লেখ্য, ইতোমধ্যেই যুক্তরাজ্য থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করেছে কানাডা। এছাড়াও গত ১৪ দিনের মধ্যে আমেরিকা বা দক্ষিণ আফ্রিকাতে থাকা যে কোনও ব্যক্তি আলবার্টায় প্রবেশ করলে তাকে আলবার্টা হেলথ সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে এবং ভ্যারিয়েন্টের আরও কোনো লক্ষণ থাকলে তা শনাক্ত করতে সহায়তা করার জন্য কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।