স্বামীর পাওনা টাকা না পেয়ে স্ত্রীর আত্মহত্যা

  © প্রতীকী ছবি

করোনা মহামারিতে সামনে থেকে নেতৃত্ব দেয়া চিকিৎসক নিজেই যখন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তখন সরকারের কাছে তাঁর পাওনা টাকা তুলতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হন তাঁর স্ত্রী। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। হতাশা এই পর্যায়ে পৌঁছায় যে তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন। তিনিও ছিলেন একজন চিকিৎসক।

ভারতের পাঞ্জাবের অমৃতসরে এমন ঘটনা ঘটেছে। গত সোমবার আত্মহত্যা করেছেন সোনিয়া শর্মা নামের ওই নারী চিকিৎসক। তিনি ছিলেন পৌর করপোরেশনের একজন মেডিকেল অফিসার। সোনিয়ার স্বামীর নাম অরুণ শর্মা। তিনি অমৃতসর সিভিল হাসপাতালের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে শর্মা পরিবারের ঘনিষ্ঠ একজন বলেন, সরকারের কাছে স্বামীর পাওনা টাকা চেয়ে বারবার আবেদনের পরও ব্যর্থ হন সোনিয়া। এ নিয়ে বেশ হতাশায় ভুগছিলেন তিনি। তা থেকেই সোনিয়া আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

তবে ভারতের পাঞ্জাবের স্বাস্থ্য বিভাগ দাবি করছে, অরুণ শর্মার মৃত্যুর পর তাঁর পরিবারকে ৫০ লাখ রুপি দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ