মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন জো বাইডেন

জো বাইডেন
জো বাইডেন  © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তবে এখনও পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। এতে থেমে নেই জো বাইডেনের সরকার গঠনের প্রস্তুতি। নির্বাচনের ২০ দিনের মাথায় মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করতে যাচ্ছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ও বর্ষীয়ান কূটনৈতিক অ্যান্টনি ব্লিঙ্ককে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিতে পারেন তিনি। ব্লুমবার্গও এ ইঙ্গিত দিয়েছে। এর আগে বাইডেন জানান, ইতিমধ্যে অর্থমন্ত্রীর নাম ঠিক করে ফেলেছেন তিনি। এ দায়িত্ব দেয়া হতে পারে জেনেট ইয়েলেনকে।

এছাড়া মন্ত্রিসভায় দেখা যেতে পারে দুই বাঙালিকেও। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অরুণ মজুমদার পেতে পারেন জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি বারাক ওবামার আমলেও আন্ডারসেক্রেটারি অব এনার্জি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আরেক ভারতীয় বংশোদ্ভূত বিবেক মূর্তি পেতে পারেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাজ্য পর্যায়ের ফল এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি। রাজ্যগুলোর ফল চূড়ান্তভাবে নির্ধারিত হওয়ার পর আগামী ১৪ ডিসেম্বর নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে। ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ