যুক্তরাষ্ট্রের নির্বাচনে লড়ছেন ৪ বাংলাদেশিও, জয়ী হতে পারেন সবাই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ১১:১৯ AM , আপডেট: ০৩ নভেম্বর ২০২০, ১১:১৯ AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। সারাবিশ্বের নজর আজ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির দিকেই। শুধু প্রেসিডেন্ট নির্বাচনই নয়, পাশাপাশি আরও অনেক পদেও নির্বাচন হচ্ছে দেশটিতে। এতে জড়িয়েছে বাংলাদেশের নামও। কারণ বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের নিয়ে আলোচনা চলছে সর্বত্র।
জানা গেছে, ডেমোক্রেটিক ও রিপাবলিকানের টিকিটে তারা নির্বাচন করায় জয়ের সম্ভাবনাও বেশি। তারা হলেন- টেক্সাসের অস্টিনের কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতাকারী ডেমোক্রেটিক প্রার্থী ডোনা ইমাম, জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটরে প্রতিদ্বন্দ্বিতাকারী শেখ রহমান চন্দন, নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের হাউস অব রিপ্রেজেনটেটিভে প্রতিদ্বন্দ্বিতাকারী আবুল বি. খান ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদের প্রার্থী ড. নীনা আহমেদ।
এরমধ্যে এবার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ডোনা ইমাম। ডেমোক্রেটিক প্রার্থী বাছাইয়ে ৫৬ শতাংশ ভোট পেয়ে টেক্সাসের কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৩১ এর চূড়ান্ত প্রার্থী হয়েছেন তিনি। এ আসনে কখনোই ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হননি। তবে ডোনা রিপাবলিকান শিবিরে ধাক্কা দিতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। টেক্সাসে জন্মগ্রহণকারী ইলেক্ট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রিধারী ডোনা। তার নিজস্ব ফার্ম রয়েছে।
অপর বাংলাদেশি আবুল বি খান নিউ হ্যাম্পশায়ারের হাউস অব রিপ্রেজেন্টেটিভ পদে রিপাবলিকান দলের প্রার্থী। তিনি প্রাইমারি নির্বাচনে বিজয়ী হয়েছেন। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট রকিংহাম রিপাবলিকানের দখলে। বি খান টানা তিনবার স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন। এবারের মূল নির্বাচনেও তিনি জয়ী হবেন বলে সবাই আশা করছেন। নিউ হ্যাম্পশায়ারে সিব্রুক সিটির সিলেক্টম্যান (মেয়র) হিসেবে ১২ বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি। আবুল বি খান পিরোজপুরের ভান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন।
এদিকে বাংলাদেশি-আমেরিকান নীনা আহমেদ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছিলেন। তিনি ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র নির্বাচিত হন। এবার পেনসিলভানিয়া স্টেট অডিটর জেনারেল পদে ডেমোক্রেটিক প্রার্থী মনোনয়নের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৮০ হাজার ভোটে হারিয়েছেন।পেনসিলভানিয়া স্টেটে নীনা আহমেদের জয়ের সম্ভাবনা রয়েছে। তিনি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে রসায়নে পিএইচডি করেছেন।
অপরদিকে শেখ রহমান চন্দন জর্জিয়ার স্টেট সিনেটর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হচ্ছেন। ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে প্রার্থী বাছাইয়ে সিনেট ডিস্ট্রিক্ট-৫ এ তার বিরুদ্ধে কেউ ছিলেন না। এ আসনে রিপাবলিকান পার্টিরও প্রার্থী নেই। ফলে আজ অতিবাহিত হলে দ্বিতীয় মেয়াদে সিনেটর হিসেবে শপথ নেবেন কিশোরগঞ্জের সন্তান শেখ চন্দন।