কানাডার স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাচ্ছেন ১২ লাখ মানুষ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ১০:৫৫ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২০, ১০:৫৫ AM
আগামী তিন বছরে ১২ লাখের বেশি অভিবাসী নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটিরে শ্রমবাজারের শূন্যতা পূরণ এবং অর্থনীতির ওপর করোনার প্রভাব কাটিয়ে উঠতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো এসব কথা জানান। আর কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগারি স্কুল অব পাবলিক পলিসির অভিবাসন নীতি গবেষক রবার্ট ফ্যালকোনা টুইটার বার্তায় বলেছেন, সরকার এ লক্ষ্য অর্জনে সক্ষম হলে ১৯১১ সালের পর তিন বছরে অভিবাসনের সর্বোচ্চ রেকর্ড হবে।
অভিবাসন বিষয়ক মন্ত্রী বলেন, কানাডা সরকার ২০২১ -২৩ সালে যথাক্রমে চার লাখ এক হাজার, চার লাখ ১১ হাজার এবং চার লাখ ২১ হাজার স্থায়ী বাসিন্দা নেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে। কানাডার কর্মী প্রয়োজন এবং অভিবাসনই তার উপযুক্ত উপায়। করোনার প্রাদুর্ভাবের আগে অভিবাসীদের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে উচ্চাকাঙ্খী লক্ষ্য ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এ সংক্রান্ত নোটিশ মোতাবেক ২০২১ সালের মধ্যে দুই লাখ ৩২ হাজার ৫০০ অভিবাসী অর্থনৈতিক ক্যাটাগরিতে সুযোগ পাবেন। দেশটিতে ইতোমধ্যে অবস্থানরত অভিবাসীদের পরিবারের সদস্য হিসেবে এক লাখ তিন হাজার ৫০০ জন, শরনার্থী হিসেবে ৫৯ হাজার ৫০০ জন ও মানবিক কারণে সাড়ে পাঁচ জনকে সুযোগ দেয়া হবে।
করোনা মহামারির কারণে গত মার্চে সীমান্ত বন্ধ করে দেয়া হলেও আগস্টে নতুন এক লাখ ২৮ হাজার ৪২৫ জন অভিবাসী প্রবেশ করেছেন কানাডায়। অবশ্য এ সংখ্যা ২০২০ সালের অভিবাসী গ্রহণের লক্ষ্যমাত্রা তিন লাখ ৪১ হাজারের অর্ধেকেরও কম।