রাসূল (স.) এর ব্যঙ্গচিত্র ছাপানোয় জাতিসংঘের উদ্বেগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ০৩:০৭ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২০, ০৩:০৭ PM
হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বুধবার (২৮ অক্টোবর) জাতিসংঘের হাই রিপ্রেজেনটেটিভ ফর দ্য এলায়েন্স অব সিভিলাইজেশন এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানায়।
জাতিসংঘের কর্মকর্তা অ্যাঙ্গেল মোরাটিনোস বলেন, সম্প্রতি ফরাসি সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি এবদো মুসলমানদের নবী মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করাছে। এর ফলে সমগ্র বিশ্বে উত্তেজনা এবং অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। যা খুব উদ্বেগের সঙ্গে অনুসরণ করছে জাতিসংঘ।
মোরাটিনোস উল্লেখ করেন, ওই ব্যঙ্গচিত্রের মাধ্যমে মুসলি সম্প্রদায়ের মানুষের আবেগ, অনুভূতি, ধর্ম, বিশ্বাস বা জাতিসত্তায় আক্রমণ করা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ধর্মবিদ্বেষী মনোভাব বা বক্তব্য ঘৃণা ও সহিংস উগ্রবাদকে উস্কে দিচ্ছে, ফলে সমাজে অস্থিরতা বিরাজ করে। ফলে মত প্রকাশের স্বাধীনতা এমনভাবে প্রয়োগ করা উচিত যেন কোন ধর্মের প্রতি অবজ্ঞা না করা হয়। সকল ধর্মের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখা উচিত বলেও উল্লেখ করেন জাতিসংঘের এই কর্মকর্তা।