ম্যাক্রোর মানসিক চিকিৎসা করাতে বললেন এরদোয়ান, ক্ষুব্ধ ফ্রান্স
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০১:৪১ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২০, ০১:৫২ PM
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ‘মানসিক স্বাস্থ্য পরীক্ষা’ করানো প্রয়োজন বলে কটাক্ষ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ ঘটনায় ফ্রান্সে অবস্থানরত তুরস্কের রাষ্ট্রদূতকে জন্য তলব করেছে দেশটির কর্তৃপক্ষ। মহানবী (স.)-কে নিয়ে ক্লাসে কার্টুন দেখানোয় এক ফরাসী শিক্ষককে হত্যা করার প্রেক্ষিতে এ বিষয়ে মন্তব্য করেন ম্যাক্রো।
এ সপ্তাহের শুরুতে এক বক্তব্যে তিনি বলেন, ‘ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না।’ মহানবী (স.) এর ছবি বা প্রতিকৃতি তৈরি করা মুসলিমদের ধর্মানুভূতিতে গুরুতর আঘাত হিসেবে গণ্য করা হয়। কারণ ইসলামের ধর্মীয় আইন অনুযায়ী এটি নিষিদ্ধ। কিন্তু ফরাসী জাতীয়তাবাদের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে ধর্মনিরপেক্ষতার ধারণাটি। রাষ্ট্রের বক্তব্য, কোনো একটি বিশেষ সম্প্রদায়ের অনুভূতির সুরক্ষা নিশ্চিত করতে বাক স্বাধীনতা খর্ব করা জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করে।
ফরাসী জাতীয়তাবাদী চেতনা রক্ষার উদ্দেশ্যে শিক্ষক হত্যার আগে থেকেই শুরু হওয়া ম্যাক্রোর এ ধরণের প্রচারণার প্রতিক্রিয়া শনিবার এক ভাষণে এরদোয়ান বলেন, ‘ম্যাক্রোর মানসিক চিকিৎসা প্রয়োজন। একজন রাষ্ট্রনায়ককে এর চেয়ে বেশি কী বলা যায়, যিনি বিশ্বাসের স্বাধীনতার বিষয়টি বোঝেন না এবং তার দেশে বসবাসরত ভিন্ন বিশ্বাসের লাখ লাখ মানুষের সাথে এই ব্যবহার করেন?’ এরদোয়ান প্রশ্ন তোলেন, ‘ম্যাক্রো নামক ব্যক্তির ইসলাম এবং মুসলিমদের নিয়ে সমস্যাটা কোথায়?’
বিবিসি জানিয়েছে, তার এ ধরণের মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসী প্রেসিডেন্ট অফিসের এক কর্মকর্তা জানান, ফ্রান্সে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ানের মন্তব্য গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত মন্তব্য ও অভদ্রতা কোনো পন্থা নয়। এরদোয়ান যেন তার নীতিগত অবস্থান পরিবর্তন করেন, আমরা সেই দাবি জানাচ্ছি। তার এই অবস্থান সবদিক থেকেই বিপদজনক।’