করোনা গেলে ১ কোটিরও বেশি মেয়ে স্কুলে ফিরবে না, শঙ্কা ইউনেসকোর

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর প্রধান অড্রে আজুলে
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর প্রধান অড্রে আজুলে

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির পর এর সব বিধিনিষেধ তুলে দেয়ার পরও ১ কোটি ১০ লাখ মেয়ে শিক্ষার্থীর স্কুলে ফেরা হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউনেসকোর প্রধান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার( ১৫ অক্টোবর) জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর প্রধান অড্রে আজুলে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সফরকালে এ আশঙ্কার কথা প্রকাশ করেন।

ইউনেসকোর প্রধান দুঃখ প্রকাশ করে বলেন, অনেক দেশে করোনায় স্কুল বন্ধের কারণে দুর্ভাগ্যক্রমে এই ক্ষতি হচ্ছে। আমাদের অনুমান, সারা বিশ্বে ১ কোটি ১০ লাখ মেয়ে স্কুলে ফিরতে পারবে না।’

তিনি কঙ্গোর রাজধানী কিনসাসার একটি হাইস্কুল পরিদর্শন করেন। দেশটিতে দিন কয়েক আগে ২০২০-২১ স্কুল শিক্ষাবর্ষ শুরু হয়েছে। অড্রে আজুলে বলেন, দুর্ভাগ্যক্রমে মেয়েদের জন্য শিক্ষা এখনো খুব অসম রয়ে গেছে।

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ফ্রান্সের সাবেক এই সংস্কৃতিমন্ত্রী।

মেয়েদের স্কুলে পড়াশোনার সুযোগের বিষয়টি ইউনেসকোর একটি অগ্রাধিকার বলে উল্লেখ করেন সংস্থাটির প্রধান।

এর আগে বিশ্বে মহামারি করোনা ভাইরাসের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।আবার যেসব দেশে করোনার প্রকোপ কম ছিল এরই মধ্যে সেই দেশ গুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।   

 

 

 


সর্বশেষ সংবাদ