করোনা মোকাবিলায় পাকিস্তানকে দেখে শিখুক গোটা বিশ্ব: ডব্লিউএইচও

  © ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে সংক্রমণ রোধে পাকিস্তান অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে বলে দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া করোনা মোকাবেলা কিভাবে করতে হয়, তা দেশটি থেকে গোটা বিশ্বকে শেখার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম।

তবে করোনা ভাইরাসের শুরুতে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে এর সংক্রমণের হার। আর এই পরিস্থিতিতে দেশেটির প্রশাসনকে নিয়ে তুমুল সমালোচনা করেছিল দেশের অধিকাংশ মানুষ। তাদের অভিযোগ, এমনিতেই সে দেশের স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল। স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ নগণ্য। আবার অর্থনীতির দোহাই দিয়ে তড়িঘড়ি লকডাউনও তুলে দিয়েছে ইমরান প্রশাসন।

গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। কমেছে দৈনিক মৃত্যুর হার। পরিসংখ্যান বলছে, দৈনিক মৃত্যুর সংখ্যা ১০-এর ও নিচে রয়েছে এখন। সে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোটে তিন লক্ষ। আর মৃতের সংখ্যা সাত হাজার ছুঁইছুঁই।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানোম বলেছেন, গোটা পৃথিবীর পাকিস্তানের থেকে যে বিষয়গুলো শেখা উচিত তার মধ্যে অন্যতম হল করোনা মোকাবিলায় তাদের উল্লেখযোগ্য পদক্ষেপ। রীতিমত সাংবাদিক সম্মেলন করে করোনা মোকাবিলায় পাকিস্তানের উল্লেখযোগ্য ভূমিকার কথা বলেছেন আধানম। পোলিয়ো মোকাবিলার জন্য গণস্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো বহু বছর ধরে পাকিস্তানে গড়ে উঠেছে, তাই করোনার প্রতিরোধে কাজে লেগেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যকর্মীদের নজরদারি, কনট্র্যাক্ট ট্রেসিং এবং যত্ন নেওয়ার কাজে ব্যবহার করায় সংক্রমণের মাত্রা কমেছে।’ করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে দেশগুলির প্রশংসা করেছে, সেই তালিকায় আবার ভারতের নাম নেই।

জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশটিতে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে সব শিক্ষক ও কর্মচারীদের করোনা পরীক্ষা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ