করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রীর খালি হাতে ফাইলে সই নিয়ে সমালোচনার ঝড়

  © সংগৃহীত

ভারতের গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত গত কয়েকদিন আগেই নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসে আক্রন্তের পর থেকেই তিনি তার সরকারি বাসভবনে বসে বিভিন্ন ফাইলে সই করছেন। এদিকে গতকাল শুক্রবার সবন্তের একটি ছবি প্রকাশ করেছে তার দপ্তর। ছবিটি প্রকাশ হওয়ার পর থেকেই রাজনৈতিকভাবে সমালোচনা শুরু হয়ে গেছে।

জানা গেছে, কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর গত ২ সেপ্টেম্বর থেকে তিনি বাড়িতেই থাকছেন। বাড়ি থেকে সরকারি কাজকর্ম চালাচ্ছেন। গতকাল তেমন একটি ছবি তার দপ্তর থেকে প্রকাশ করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মাস্ক পরে রয়েছেন। কিন্তু মাস্ক থাকলেও করোনা আক্রান্ত সবন্ত খালি হাতে ফাইল সই করছেন।

এদিকে ছবি প্রকাশের পর আপত্তি তুলেছে রাজ্য কংগ্রেস। গোয়া কংগ্রেসের সভাপতি গিরীশ চোরানকার মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেছেন, করোনা আক্রান্ত হয়েও গ্লাভস না পরে কিভাবে খালি হাতে ফাইলে সই করছেন তিনি? এই ফাইলগুলো যাদের হাতে যাবে তারাও তো আক্রান্ত হতে পারেন। এ ছবি প্রকাশ করে মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন যে, করোনা আক্রান্ত হয়েও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন!

যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি প্রমোদ সবন্ত।


সূত্র: আনন্দবাজার


সর্বশেষ সংবাদ