নাগরিকদের ফ্রিতে করোনার টিকা দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

  © ফাইল ফটো

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের প্রতিষেধক ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হলে তা সব নাগরিককে বিনামূল্যে দেওয়ার ঘো|ষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এজন্য বৃটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এস্ট্রাজেনেকার সঙ্গে একটি চুক্তিও করেছে অস্ট্রেলিয়া।

গতকাল মঙ্গলবার মরিসন বলেন, যদি এই ভ্যাকসিন সাফল্য পায়, তাহলে আমরা নিজেরাই তা উৎপাদন ও বিতরণ করব। দেশের দুই কোটি ৫০ লাখ জনগণের জন্য এ টিকা দেওয়া বাধ্যতামূলক করা হবে। আর এই ভ্যাকসিন বিনামূল্যে পাবে অস্ট্রেলিয়ার নাগরিকরা।

প্রসঙ্গত, কভিড-১৯ এর ভ্যাকসিন তৈরির দৌড়ে যে পাঁচটি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে তার মধ্যে অন্যতম অক্সফোর্ডের এই ভ্যাকসিন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এস্ট্রাজেনেকা যৌথভাবে টিকাটি তৈরি করছে। এটি ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। শিগগিরই বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার (১৯ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটি ৪৫০ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।


সর্বশেষ সংবাদ