নাতনি জন্মের খবরে ৬ কিমি পায়ে হেঁটে দেখতে গেলেন দাদু!

৬ কিমি হেঁটে নাতনিকে দেখলেন দাদু!
৬ কিমি হেঁটে নাতনিকে দেখলেন দাদু!  © সংগৃহীত

চলমান করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক দাদু তাঁর নবজাতক নাতনিকে দেখতে ছুটলেন পায়ে হেঁটে টানা ৬ কিলোমিটার। দীর্ঘ এই পথ হাঁটার পরেও মুখেচোখ এক ছিঁটে ক্লান্তি নেই! বদলে জানলার বাইরে থেকে নাতনিকে দেখেই আহ্লাদে আটখানা দাদু। এরপর সেই খবর, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সদ্য বাবা হওয়া জশুয়া গিলেট।

জশুয়া গিলেট ক্যাপশনে লিখেছেন, "মেয়ে হওয়ার পর প্রথমেই বাবাকে খবর পাঠাই। সঙ্গে বিচ্ছিরি মনখারাপ। বাবা আমার মেয়েকে কোলে নেওয়া দূরঅস্ত, এত দূর এসে দেখবেন কীভাবে!" তারপরেই দাদুর এই কীর্তি! জানালা দিয়ে এক গাল হেসে তিনি তাকিয়ে নাতনি এলিয়ানার দিকে। সবাই ধন্য ধন্য করছেন দাদুকেই। শুধু এক দিন নয়, রোজ এভাবেই নাতনিকে দেখতে প্রায় এত পথ পেরিয়ে আসছেন বৃদ্ধ।

জশুয়া বলেন, তাঁর বাবা আসছেন। জানালা দিয়ে হাসিমুখে চেয়ে রয়েছেন নাতনির দিকে। তারপর আস্তে আস্তে ফিরে যাচ্ছেন। কিন্তু কোলে নিতে পারছেন না। এতে তাঁর মনে ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কিছুই করার নেই তাঁর। তিনি নিরুপায়। এখন নাতনির ছবি তাঁর কাছে পাঠানো হয়। আর তিনি সুযোগ পেলেই হেঁটে দেখতে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়ার পরেই এই ছবি সাড়ে চার হাজারেরও বেশি ‘লাইক’ আর অসংখ্য মন্তব্য পেয়েছে। অনেকেই দাদুকে বলেছেন, পৃথিবীর সেরা দাদু। মিষ্টি দাদু। অনেকেই সদ্যোজাতকে আশীর্বাদ জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ