৮৬ বছর পর আজ জুমার নামাজ হবে আয়া সোফিয়ায়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ১১:১৯ AM , আপডেট: ২৪ জুলাই ২০২০, ১১:১৯ AM
তুরস্কের বিশ্ববিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ায় প্রায় ৮৬ বছর পর আজ শুক্রবার (২৪ জুলাই) থেকে ফের নামাজ আদায় শুরু হচ্ছে। সেখানে জুমার নামাজ আদায়ের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজ থেকে মসজিদটিতে নিয়মিত নামাজ পড়া হবে।
বৃহস্পতিবার ইস্তাম্বুলের গভর্নর আলি বারলিকায়া আয়া সোফিয়ার প্রস্তুতি নিয়ে বলেন, ইস্তাম্বুল বিজয়ের অন্যতম প্রতীক আয়া সোফিয়ায় সবার জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। সুশৃঙ্খল পরিবেশের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ নেওয়া হয়েছে।
এদিকে করোনা বিস্তার রোধে পদক্ষেপ নিয়েছে সেখানকার ধর্মবিষয়ক অধিদপ্তর। আয়া সোফিয়ায় জুমার জামাতে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি গেট থাকবে। তিনটি দিয়ে পুরুষ ও দুটি দিয়ে নারীরা যেতে পারবেন।
সেখানে আয়া সোফিয়া প্রাঙ্গন, সুলতান আহমাদ প্রাঙ্গণ ও বাসেলিকা প্রাঙ্গণে নামাজ আদায় করতে পারবে পুরুষরা। এছাড়া সুলতান আহমদের কবরস্থান সংলগ্ন প্রাঙ্গণে নারীরা নামাজে অংশগ্রহণ করতে পারবেন। স্থানীয় সময় সকাল ১০টায় জুমার নামাজ শুরু হবে। মাস্ক পরে জায়নামাজসহ সবাইকে উপস্থিত হতে বলা হয়েছে।
তুরস্কের সুপ্রিম কোর্ট গত ১১ জুলাই ১৯৩৪ সালের নভেম্বরে কামাল আতাতুর্কের মন্ত্রিপরিষদের জাদুঘর করার সিদ্ধান্ত বাতিল করে সেটি মসজিদে রূপান্তরের নির্দেশ দেয়। এরপর তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রী ড. আলি আরবাশ শুক্রবার (২৪ জুলাই) থেকে নামাজ শুরুর ঘোষণা দেন।
উল্লেখ্য, ৫৩৭ খ্রিস্টাব্দে বাইজান্টাইন সম্রাজ্যের অর্থডোক্স খ্রিস্টানদের গির্জা হিসেবে নির্মাণ করা হয় আয়া সোফিয়া। ১৪৫৩ সালে সুলতান মুহাম্মাদ ফাতিহ ইস্তাবুল বিজয়ের পর তা ক্রয় করেন এবং মসজিদ হিসেবে ওয়াকফ করেন।
৪৮১ বছর পর ১৯৩৪ সালে কামাল আতাতুর্কের মন্ত্রীপরিষদ আয়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করেন। এর ৮৬ বছর পর শুক্রবার থেকে আবার মসজিদ হিসেবে ব্যবহার শুরু হবে।