২০২১ সালের আগে করোনার টিকা নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৪:৪৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২০, ০৪:৪৫ PM
২০২১ সালের আগে করোনাভাইরাসের ভ্যাকসিনের ব্যবহার শুরু হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান ড. মাইক রায়ান।
তিনি বলেন, এখন বেশ কয়েকটি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে। এখন পর্যন্ত এর কোনোটিই নিরাপত্তার মান রক্ষায় অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে অসমর্থ হয়নি। যদিও ভ্যাকসিন তৈরির সবকিছুই ভালভাবে অগ্রসর হচ্ছে তবুও এই প্রতিষেধক সাধারণ মানুষের হাতের নাগালে আসতে সময় লাগবে।
এর আগে এ সপ্তাহে অক্সফোর্ড ইউনিভার্সিটি জানায়, সবকিছু ঠিক থাকলে বড়দিনের আগেই তাদের টিকা প্রস্তুত হয়ে যাবে। এ প্রকল্পের একজন গবেষক বলেছেন, সবচেয়ে ঝুঁকিতে যেসব মানুষ তারা আসন্ন শীতেই প্রথম ডোজ টিকা নিতে পারবেন তারা।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাস্তবে সাধারণ মানুষ এই প্রতিষেধক ২০২১ সালের আগে নিতে পারবে না। উৎপাদিত ভ্যাকসিন যেন সবাই পায় এবং অধিক সংখ্যক উৎপাদনে সহায়তার জন্য কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, এই টিকা শুধু ধনীদের জন্য নয়। এটা গরিবদের জন্যও। এটা প্রতিটি মানুষের জন্য হতে হবে।