করাচির স্টক এক্সচেঞ্জে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৯

  © ফাইল ফটো

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলায় চার হামলাকারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে করাচিতে এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা ডন জানিয়েছে, চার হামলাকারী গাড়ি থেকে বেরিয়ে গ্রেনেড নিক্ষেপের পর ভবনে প্রবেশ করে। তাদের হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

২৬/১১ মুম্বই হামলার কায়দায় হামলা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বিল্ডিং ফাঁকা করার কাজ চলছে। ভিতর থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বাইরে থেকেও চলছে ফায়ারিং। ভবনটি একটি হাই সিকিউরিটি জোনে অবস্থিত। এখন পর্যন্ত চারজন জঙ্গিকে মারা সম্ভব হয়েছে। আরো কতজন লুকিয়ে আছে তা স্পষ্ট না।

গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল ৯ টা নাগাদ সশস্ত্র কিছু লোকজন স্টক এক্সচেঞ্জের ভিতরে ঢোকে। বিল্ডিংয়ের গেটে গ্রেনেড হামলা চালায় প্রথমে। তাতেই দু’জনের মৃত্যু হয় ও অনেকে আহত হয়।


সর্বশেষ সংবাদ