নর্থ মেসিডোনিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক

  © প্রতীকী ছবি

নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। গ্রিস সীমান্তের নিকট একটি মহাসড়কে গত সোমবার রাতে তাদের ট্রাকে পাওয়া যায়। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেসিডোনিয়ায় দক্ষিণ-পূর্বের স্ট্রুমিকার কাছে ট্রাকটি পরিদর্শনের সময় ড্রাইভার পালিয়ে যায়। তবে পুলিশের বিবৃতিতে অভিবাসীদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বলা হয়েছে, আটক অভিবাসীদের গেভগেলিজা শহরে স্থানান্তর করা হয়েছে। তাদেরকে প্রত্যর্পণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, কথিত বলকান অভিবাসন রুট বন্ধ রয়েছে ২০১৫ সাল থেকে। গ্রিস ও নর্থ মেসিডোনিয়ার সীমান্তও মহামারির জন্য চলতি বছরের শুরুতে বন্ধ করা হয়। তবে পুলিশ দাবি করেছে, সীমান্ত এলাকায় এখনও মানব-পাচার অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ