রবিবার থেকে খুলে দেওয়া হচ্ছে মক্কার মসজিদ

  © ফাইল ফটো

করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে প্রায় তিন মাস বন্ধ ছিল পবিত্র নগরী মক্কার দেড় সহস্রাধিক মসজিদ। অবশেষে আগামী রবিবার থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলো খুলে দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘আগামী রোববার ফজরের নামাজের সময় থেকে মক্কা নগরীর ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দেওয়া হবে’।

গালফ নিউজের প্রতিবেদনে সৌদির ইসলামিক আফেয়ার্স মিনিস্ট্রির বরাত দিয়ে বলা হয়েছে, মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার শর্ত হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে নিয়ে এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।

ইসলামিক আফেয়ার্স মিনিস্ট্রি মক্কার মসজিদগুলোতে সাধারণ মুসল্লিদের জন্য নামাজ বন্ধ থাকাকালীন প্রতিটি মসজিদ জীবাণুমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিল।


সর্বশেষ সংবাদ