স্ত্রীকে নিয়ে এ কেমন ‘তামাশা’: লাইকের চেয়ে ডিজলাইক ৫ গুণ (ভিডিও)

নোবেলের গান তামাশা
নোবেলের গান তামাশা  © ফাইল ফটো

সময়ের আলোচিত-সমালোচিত শিল্পী নোবেলের তৃতীয় মৌলিক গান ‘তামাশা’ মুক্তি পেয়েছে। রোববার (৭ জুন) সকালে নোবেল ম্যান নামক ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করা হয়। এরপর এখানেও দর্শকদের রোষানলে পড়েন নোবেল। গানটিতে লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যা প্রায় পাঁচগুণ।

‘তামাশা’ গানটির প্রচারণা করতে গিয়ে দেশের সঙ্গীত শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করেন নোবেল। এমনকি ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও বিরূপ মন্তব্য করেন। এতে মামলাও করা হয় তার নামে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় র‌্যাব কার্যালয়েও। শেষে ক্ষমাও চান তিনি। তবে তাতেও রেহায় মেলেনি তার।

‘তামাশা’ গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনরা ইউটিউবের কমেন্ট বক্স ভরিয়ে তুলেছেন নেতিবাচক মন্তব্যে। রোববার রাত ৯ টা পর্যন্ত নোবেলের তামাশা গানটিতে লাইক পড়েছে ১৯ হাজার। তার বিপরীতে গানটিতে ডিজলাইক পড়েছে এক লাখ ১২ হাজার। এছাড়া ২২ হাজার জন মন্তব্য করেছেন। যার অধিকাংশই নোবেলকে তিরস্কার করে করা হয়েছে।

নোবেলের ‘তামাশা’ গানের মডেল হয়েছেন তারই স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন নাজমুল হাসান।

প্রসঙ্গত, ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়্যালিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল। বেশ কিছুদিন ধরেই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় রয়েছেন এই গায়ক।


সর্বশেষ সংবাদ