আপনার জ্বিনটাকে কোত্থেকে আনব, মাশরাফিকে তামিম (ভিডিও)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মে ২০২০, ০৮:১৮ AM , আপডেট: ০৫ মে ২০২০, ০৮:১৮ AM
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক বলা হয় মাশরাফি বিন মর্তুজাকে। সম্প্রতি মাশরাফি অধিনায়কত্ব ছেড়েছেন। ওয়ানডে ফরম্যাটে ওপেনার তামিম ইকবালকে অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ সিরিজে অধিনায়কত্ব ছাড়া মাশরাফি বিন মর্তুজার সঙ্গে অনলাইনে সরাসরি আড্ডায় মেতেছিলেন নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তাতে অবধারিতভাবেই এসেছে অধিনায়কত্বের প্রসঙ্গ। তামিম তার আগামী পথ চলায় অধিনায়ক মাশরাফির কাছে চেয়েছেন সাফল্যের স্পেশাল টোটকা।
সোমবার ( ৪ মে ) রাতে ফেসবুকে সরাসরি আড্ডায় যোগ দেন বাংলাদেশের দুই ক্রিকেটার। করোনাভাইরাসের কারণে গৃহবন্দি সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ধারাবাহিক অনলাইন আড্ডার উদ্যোক্তা তামিমই।
নানান সময়ে নেওয়া মাশরাফির অধিনায়কত্বে সিদ্ধান্ত কাজে লাগার প্রসঙ্গে ধরেই তামিম মজা করে জিজ্ঞেস করেন, মাশরাফি ভাই, আপনার সঙ্গে স্পেশাল কোনো পাওয়ার, জ্বিন-টিন কিছু একটা আছে। আপনাকে মানা করি যে অফ স্পিনার দিয়েন না, আপনি অফ স্পিনারই দেন এবং উইকেট পেয়ে যায়। আমি আপনার মত অধিনায়ক হতে পারব হয়তো, কিন্তু আপনার জ্বিনটাকে কোত্থেকে আনব?
তামিম বলেন, অনেক সময়ই এমন হয়েছে, বলেছি যে মিরাজকে বোলিং দিয়েন না। আপনি এনেছেন, দেখি দ্বিতীয় বলে উইকেট পেয়ে গেছে। রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ) ক্ষেত্রে অনেকবার হয়েছে, আনার পরই উইকেট পেয়েছে। স্পেশাল পাওয়ার ছাড়া তো হয় না!
উত্তরে মাশরাফি অবশ্য জানান স্পেশাল পাওয়ার হচ্ছে নিজের মনের কথা, ভেতরের আওয়াজ, স্পেশাল পাওয়ার আমি তোকে বললাম…তুই অধিনায়ক থাকলে হয়তো তখন অফ স্পিনার বোলিং দিতি না, তাই তো? এটাই তোর স্পেশালিটি। আমার মন বলেছে, তাই অফ স্পিনার দিয়েছি, এটাই আমার স্পেশালিটি। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আমি নিশ্চিত যে তুই তোর স্পেশালিটি নিয়েই সফল হবি।
এদিন তামিমের মধ্যে অধিনায়কত্বের সব গুণ আছে জানিয়ে মাশরাফি বলেন, তুই সবাইকে সামলে নিতে পারিস। তোর মধ্যে নেতৃত্বের গুণটা আছে। তুই আগে মন থেকে অধিনায়কত্ব করতে চাইতিস না, শ্রীলঙ্কায় চাস নি বলে ভাল হয়নি। কাজেই তোর মন থেকে চাওয়া উচিত, তোর সেই গুনটা আছে। এখন মনে হচ্ছে সব ঠিকভাবে এগুচ্ছে। অনেক ভালো করবি।
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর পর তিনি এদিন যুক্ত করেন মাশরাফিকে। ঘণ্টা খানেকের আড্ডায় উঠে আসে বাংলাদেশ দলের ভেতর বাহির, ব্যক্তিগত জীবন ও ক্রিকেটের নানা দিক।
দেখুন ভিডিও...