কানাডার ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল সংসদ অধিবেশন

  © সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সারা পৃথিবীকে নাড়া দিয়ে চলছে প্রতিনিয়ত। এই সংকটে কানাডায় হাউস অব কমন্স নামে পরিচিত সংসদে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ভার্চুয়াল অধিবেশন বসেছে। কানাডার ইতিহাসে এটিই প্রথম। সংসদ ভবনে না গিয়েই সাংসদরা ভার্চুয়াল অধিবেশন করেছেন।

২৮ এপ্রিল মঙ্গলবার হাউস অব কমন্সের স্পিকার অ্যান্টনি রোটা রাজধানী অটোয়া থেকে সংসদের ভার্চুয়াল অধিবেশনে বক্তব্য রাখেন।

কানাডিয়ান প্রেস থেকে জানা যায়, ঐ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক শুরু হয়। এতে ৯০ শতাংশ সংসদ সদস্য তথা ২৯৭ জন অংশ নেন। বহুল আলোচিত এবং ব্যবহৃত জুম সফ্ট্ওয়্যার ব্যবহার করা হচ্ছে সংসদের অধিবেশনের জন্য। তবে হাউজ অব কমন্সের জন্য সফ্ট্ওয়্যারটির বিশেষ একটি ভার্সন তৈরি করা হয়েছে যাতে কেউ হ্যাক করে ফেলতে না পারে।

খবরে প্রকাশ, সংসদ শুরুর সময় নানা ধরণের প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। সংযোগ বিচ্ছিন্ন, অডিও বন্ধ, ভিডিও ঝাপসা ইত্যাদি সমস্যা সত্ত্বেও স্পিকার রোটা বলেন, তুলনামূলকভাবে ভালো হয়েছে। সেজন্য তিনি চেম্বারের সংশ্লিষ্ট ২০ জন প্রযুক্তি কর্মীদের ধন্যবাদ জানান।

প্রায় তিন ঘণ্টা এই ব্যতিক্রমধর্মী বৈঠকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বেশ ক’জন মন্ত্রী এবং বিরোধী দলের এমপিরা বক্তব্য রাখেন।

তাদের বক্তব্যে কোভিড-১৯ প্রাধান্য পায়। সেই সঙ্গে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সাম্প্রতিক বিষয় আলোচনা হয়।

সর্বশেষ তথ্য মোতাবেক কানাডায় করোনায় মোট আক্রান্ত পঞ্চাশ হাজার ২৬ জন। আর সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৯০ জন। এতে মারা গেছেন প্রায় তিন হাজার মানুষ।


সর্বশেষ সংবাদ