করোনায় বিশ্বে কর্মহীন হয়ে পড়বে ১৫০ কোটি মানুষ

  © বিবিসি

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সতর্ক করে দিয়ে বলেছে, বিশ্বব্যাপী যত মানুষ শ্রমবাজারে যুক্ত আছে, এই মহামারির কারণে তাদের প্রায় অর্ধেক জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছে। আর এই সংখ্যা ১৫০ কোটি হতে পারে।

আইএলওর বক্তব্য অনুযায়ী, যারা অনানুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে কাজ করে তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। খুচরা ব্যবসা এবং খাদ্য সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্টরাই ভাইরাস মহামারির ফলে লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইএলও হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিকল্প কর্মসংস্থান বা আয়ের সুযোগ না থাকলে এই কর্মীরা এবং তাদের পরিবারের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট সাত হাজার ১০৩ জন শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৬৩ জন। দেশে মোটা নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে, যা সংখ্যায় সারা বিশ্বে আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশ। আর সারা বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ত্রিশ লাখের কাছাকাছি। শুধু যুক্তরাষ্ট্রে ৫৮ হাজার মানুষ মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। বিশ্বে মৃতের সংখ্যা দুই লাখ ১৭ হাজার ছাড়িয়েছে।


সর্বশেষ সংবাদ