আকাশে উঠলো মাস্ক পড়া দেড় কিলোমিটার গ্রহাণু!

  © সংগৃহীত

গ্রহাণুটি চওড়া প্রায় দেড় কিলোমিটার এবং উচ্চতা মাউন্ট এভারেস্টের প্রায় অর্ধেক। ভয়ঙ্কর গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছিলো এটি। তবে কিছু দিন আগে গতিপথ পাল্টে এটি মহাকাশের দিকে ছুটতে শুরু করে। আর সেই গ্রহাণুর ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। যার নাকি মুখে বাঁধা মাস্ক। বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা ৫৬ মিনিটে পৃথিবীর পাশ দিয়ে যাবে বলে জানা যায়।

পৃথিবীর কাছ ঘেঁষেই চলে গেছে সেই গ্রহাণু। সম্প্রতি মহাকাশবিদদের হাতে উঠে এসেছে সেই ছবি। একটি অবজারভেটরি থেকে সেই ইমেজ প্রকাশ্যে আনা হয়েছে। প্রায় দেড় কিলোমিটার চওড়া এই গ্রহাণু মাউন্ট এভারেস্টের অর্ধেক।

১৯৯৮ সালে প্রথম এই গ্রহাণুটি আবিষ্কার করা হয়েছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন এর কোনও প্রভাব পড়বে না পৃথিবীর ওপর। পৃথিবী থেকে ৩.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে ছুটে যাবে গ্রহাণুটি।

পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তার থেকেও ১৬ গুন দূর দিয়ে যাবে এটি। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন যদি এটি পৃথিবীর সঙ্গে কোনভাবে ধাক্কা খেত তাহলে পৃথিবীতে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারতো। কিন্তু সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই।

মহাকাশ মহাকাশবিদরা জানিয়েছেন এই গ্রহাণুটির ভৌগলিক বৈশিষ্ট্য এমনই যাতে দেখে মনে হচ্ছে এটিকে ফেস মাস্ক পড়ানো হয়েছে। আসলে এই গ্রহাণুটি পর্বতের মত চড়াই-উৎরাই তে ভরা। আর সেই জন্যই এমন চেহারা তৈরি হয়েছে।

 


সর্বশেষ সংবাদ