করোনা পরীক্ষার কিট নিয়ে চীন-ভারত দ্বন্দ্ব চরমে

  © ইন্টারনেট

চীনের তৈরি প্রায় পাঁচ লাখ করোনাভাইরাসের টেস্টিং কিট কেনার অর্ডার ভারত বাতিল করার পর দুটো দেশের মধ্যে বিবাদ ‍শুরু হয়েছে। ভারত বলছে, যেসব কিট পাঠানো হয়েছে সেগুলো তারা ফেরত পাঠিয়ে দেবে।

চীনের কাছ থেকে করোনাভাইরাস দ্রুত শনাক্ত করার এসব কিট পাওয়ার পর এগুলো ত্রুটিপূর্ণ বলে বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ করা হলে সরকার এই অর্ডার বাতিল করেছে।

বিভিন্ন রাজ্যে যেসব কিট পাঠানো হয়েছিল দিল্লি সেগুলো ইতোমধ্যেই প্রত্যাহার করে নিয়েছে।

বিবিসি জানিয়েছে, এই কিট ৩০ মিনিটের মধ্যেই টেস্টের ফল জানাতে পারার কথা। তবে চীন বলছে, তারা তাদের পন্যের গুণগত মানের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।


সর্বশেষ সংবাদ