ভারতে অন্যকে বাঁচাতে সেই তাবলিগ সদস্যরাই দিচ্ছেন রক্তের প্লাজমা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০৯:১৪ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২০, ০৯:১৪ PM
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ২৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৮০০-র বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এই দেশে। গত মাসে দিল্লিতে তবলিগি জামাতের সমাবেশের পরে সেখান থেকে প্রচুর করোনা আক্রান্তের সন্ধান মেলে।
তাদের কোয়ারান্টাইন করে চিকিৎসা করা হয়। এদের মধ্যে অনেকেই সুস্থ হয়েছেন এবং অন্য করোনা আক্রান্তদের সুস্থ করতে নিজেদের রক্তের প্লাজমা দান করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনুরোধ করেছিলেন, যারা সুস্থ হয়েছেন করোনাভাইরাসকে হারিয়ে, তারা যাতে নিজেদের রক্তের প্লাজমা দান করেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, এরপরেই দিল্লির সুলতানপুরি সেন্টারে করোনাকে হারিয়ে সেরে ওঠা চারজন তবলিগি জামাত সদস্য নিজেদের রক্তের প্লাজমা দান করেন। সূত্রের খবর, করোনাকে হারিয়ে সেরে ওঠা ৩০০-র বেশি তাবলিগ জামাত সদস্য, দিল্লি সরকারের কনসেন্ট সেন্টারে নিজেদের প্লাজমা দান করার জন্য আবেদন করেছেন।
নরেলা সেন্টারের ১৯০ জন, সুলতানপুরি সেন্টারের ৫১ জন, মঙ্গলপুরি সেন্টারের ৪২ জন তবলিগি জামাত সদস্য নিজেদের রক্তের প্লাজমা দান করতে চলেছেন। দিল্লি সরকারের স্বাস্থ্য বিভাগ, প্লাজমা থেরাপির মাধ্যমে করোনাভাইরাসের চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছে। তবলিগি জামাতের মহম্মদ সাদও জামাত সদস্যদের প্লাজমা দান করার জন্য আবেদন করেছেন।