সিঙ্গাপুরে ৬৬৯ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

  © সংগৃহীত

সিঙ্গাপুরে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ২৩৩ জনের মধ্যে ১২৬ জন বাংলাদেশি। নতুন করে তারা করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৬৬৯ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১২ এপ্রিল) নতুন আক্রান্তের সংখ্যা প্রকাশ করে দেশটি। সেখানে সিঙ্গাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৫৩২ জন। সিঙ্গাপুরে করোনায় এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

নতুন করে ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৬০ জন। আক্রান্তদের সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। এরমধ্যে ৬৬ জন পূর্বের ক্লাস্টার কিংবা রোগীদের সঙ্গে সংস্পর্শে ছিলেন।

আক্রান্তদের মধ্যে ১৪১ জন অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সঙ্গে যোগাযোগ রয়েছে। তবে ১৬৭ জনের তথ্য অজানা রয়েছে। সিঙ্গাপুরে সবমিলিয়ে ৯৭৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৩১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

যাদের অবস্থা ভালো কিন্তু করোনা পজিটিভ, তাদেরকে অন্য রোগী থেকে আলাদা রাখা হয়েছে। তাদের কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল ও দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ