করোনা ঠেকাতে অবরুদ্ধ রোহিঙ্গা ক্যাম্প
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১১:৪৫ AM , আপডেট: ০৯ এপ্রিল ২০২০, ১১:৫২ AM
করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে কক্সবাজারেরা রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় প্রায় ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন।
স্থানীয় এক প্রশাসনিক কমকর্তা জানিয়েছেন, অতি আবশ্যক কোনো কারণ ছাড়া বিদেশিদের রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ আগেই নিষিদ্ধ করা হয়েছে। খবর: বিবিসি বাংলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্য নিয়ে স্থানীয় প্রশাসন রোহিঙ্গা ক্যাম্পে আইসোলেশন ওয়ার্ড ও অস্থায়ী হাসপাতাল তৈরি করছে। তিনি শঙ্কা প্রকাশ কর বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পের মতো এলাকায় যদি সংক্রমণ হয় সেক্ষেত্রে এটা ঠেকানো খুবই কঠিন হবে।
করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সর্বশেষ সংখ্যা প্রায় ১৪ লাখ, মৃত প্রায় ৮০ হাজার। বাংলাদেশে এ পর্যন্ত মোট ২১৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২০ জনের।
বাংলাদেশে গত চব্বিশ ঘণ্টায় ৫৪ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ৩ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে বড় শহরগুলোয় ঢোকা ও বের হওয়া নিষেধ করা হয়েছে। দোকানপাটও সন্ধ্যের মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে মসজিদে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে।