করোনার ওষুধ তৈরি করছে জাপানি ফার্মাসিউটিক্যালস
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ১২:০২ PM , আপডেট: ০৬ মার্চ ২০২০, ১২:০২ PM
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস কোভিড-১৯-এর প্রতিষেধক উন্নয়নে কাজ করার কথা জানিয়েছে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালস। এ বিষয়ে পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। খবর: চ্যানেল নিউজ এশিয়া।
ফ্লু-জাতীয় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এরই মধ্যে তিন হাজার ৩০০-এর অধিক মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৯৫ হাজারের অধিক। তাকেদা ফার্মাসিউটিক্যালস এক বিবৃতিতে জানিয়েছে, তারা এমন একটি ওষুধ তৈরির বিষয়ে কাজ করছে, যেটি রক্তরসে প্রয়োগের মাধ্যমে কাজ করছে।
করোনাভাইরাসের কারণে যারা বেশি ঝুঁকিতে রয়েছেন, তাদের চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা যাবে। এছাড়া কখন থেকে ওষুধটি বাজারজাত করা সম্ভব হবে, সে বিষয়েও কাজ করছে কোম্পানিটি। একই সঙ্গে কখন থেকে রোগীদের চিকিৎসায় ওষুধটি ব্যবহার শুরু করা যাবে, সে বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
শিগগিরই ওষুধটি ব্যবহারের উপযোগী হবে বলে আশা করছে জাপানি ওষুধ কোম্পানিটি। তাকেদার ভ্যাকসিন ব্যবসা বিভাগের প্রেসিডেন্ট রাজীব ভেনকায়ার বলেছেন, নোভেল করোনভাইরাস ঝুঁকি প্রশমনে আমাদের পক্ষ থেকে যা যা করা সম্ভব তার সবই করা হবে। এর মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার আরও উন্নতি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তাকেদা জানিয়েছে, প্রসঙ্গটি নিয়ে বিভিন্ন স্বাস্থ্য ও নীতিনির্ধারণী সংস্থা এবং যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার স্বাস্থ্যসেবা অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। ওষুধটির গবেষণায় কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারেও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তবে ওধুষটি পুরোপুরি ব্যবহারোপযোগী হওয়ার পর তা আক্রান্ত কারও শরীরে প্রয়োগ করার প্রয়োজন হবে বলে তাকেদা ফার্মাসিউটিক্যালস জানিয়েছে।