চার শিক্ষার্থীর জানাজা একসঙ্গে, শোকে স্তব্ধ গৌরীপুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৯:২৩ AM , আপডেট: ০২ মার্চ ২০২০, ০৯:৪১ AM
ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঝরলো চার শিক্ষার্থীর প্রাণ। শনিবার রাত ৯টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি সড়কে কালা মার্কেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরো ১০ শিক্ষার্থী।
রোববার বেলা ১১টায় হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চার শিক্ষার্থীর জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় শত শত লোক অংশগ্রহণ করেন। চার শিক্ষার্থীর লাশবাহী গাড়িটি পৌঁছতেই শোকের চাদরে ঢেকে যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর গ্রাম। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। কান্না ধরে রাখতে পারেননি গ্রামবাসীও। মনের অজান্তেই সবার চোখ ভিজে যায়।
নিহতরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শালিহর গ্রামের আবুল হকের ছেলে আশরাফুল আলম, ৯ম শ্রেণির ছাত্র রমজান আলী খানের ছেলে রাকিবুল ইসলাম, এতিমখানার শিশু ছাত্র মৃত আব্দুল মজিদের ছেলে ইয়াছিন মিয়া ও শালীহর এম এ মোতালেব বেগ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী তারাকান্দা উপজেলা বিসকা গ্রামের ছমির উদ্দিনের ছেলে মাহাবুল ইসলাম।
গৌরীপুর উপজেলার ২ নম্বর ইউপির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন কান্না জড়িত কণ্ঠে শোক প্রকাশ জানান, চার শিক্ষার্থীর জানাজা শেষে তাদের পরিবারের সদস্যদের নিয়ে দুর্গাপুর থানায় রওনা হয়েছেন তিনি। সেখানে এ ঘটনায় মামলা করবেন তিনি।
গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি জানান, এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না গৌরীপুরবাসী। সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। যেন আর কোনো প্রাণ অকালে ঝরে না যায়।
তিনি বলেন,পরীক্ষা শেষে উল্লেখিত দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় অন্য প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষার্থী শনিবার সকালে দু’টি পিকআপ ভ্যানে চড়ে দুর্গাপুর আনন্দভ্রমণে যায়। ভ্রমণ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা। আনন্দ ভ্রমণে যাওয়ার সময় সকালে গৌরীপুরে তার সঙ্গে দেখা হয় শিক্ষার্থীদের। এ সময় মোবাইলে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে তারা। পরে এদিন রাত ১০টার দিকে তিনি দুর্ঘটনার খবর শুনতে পান। দুর্ঘটনার খবর শুনে স্থানীয় এমপির নির্দেশে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে পুলিশের সহযোগিতায় হতাহতাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলাম খান ও এম এ মোতালেব বেগ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক কাজী ফিরোজ আহমেদ গভীর শোক প্রকাশ করে জানান, শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে না জানিয়ে ও কোনো অনুমতি না নিয়েই আনন্দ ভ্রমণে গিয়েছিল। যদি আনন্দ ভ্রমণের বিষয়টি জানতেন তাহলে পিকআপ ভ্যানে করে শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণের ক্ষেত্রে বাধা দিতেন।
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের হতাহতদের উদ্ধারের জন্য বলা হয়। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন তিনি।