করোনা ভাইরাসে মৃত ৪৯০, জাপানে জাহাজবন্দী ৩৭০০

চীন থেকে ফেরা তিন হাজার ৭০০ জন জাপানিকে এই জাহাজেই পর্যবেক্ষণে রাখা হয়েছে
চীন থেকে ফেরা তিন হাজার ৭০০ জন জাপানিকে এই জাহাজেই পর্যবেক্ষণে রাখা হয়েছে  © টেলিগ্রাফ

চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯০ জনে। এছাড়া চীন থেকে ফেরা তিন হাজার ৭০০ জন জাপানিকে সাগরের বুকে একটি জাহাজে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ বুধবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ৬৫ জন মারা গেছেন। এছাড়া চীনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৪ হাজার ৩২৪ জনে দাঁড়িয়েছে।

আরও তিন হাজার ৮৮৭ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হওয়ায় তথ্য পাওয়া যাচ্ছে। এছাড়া নতুন করে চীনে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য।

এ ব্যাপারে জাপানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চীন থেকে ফেরত যাওয়া অন্তত ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাপানের পাঠানো জাহাজে করে তিন হাজার ৭০০ জন ইয়োকোহামায় পৌঁছেছেন। তবে তাদেরকে জাহাজেই রেখে দেয়া হয়েছে বলে আন্তর্জতাকি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।


সর্বশেষ সংবাদ