করোনা আতঙ্কে কুকুর-বিড়াল হত্যার হিড়িক চীনে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:১২ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৭ PM
চীনরে উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারী রূপ নিয়েছে। প্রাণী থেকে মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হচ্ছে, এমন গুজব ছড়ানোর পর কুকুর-বিড়াল হত্যার হিড়িক লেগেছে চীনে। এরপর থেকেই কুকুর-বিড়ালের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে দেশটির বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায়।
জানা যায়, চীনারা তাদের পোষা প্রাণীগুলোকে বহুতল ভবন থেকে ছুড়ে মারছেন। উহানের পার্শ্ববর্তী শহর তিয়ানজিনসহ চীনের সাংহাই শহরেও এমন ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বহুতল ভবনের একেবারে উপরের তলা থেকে ওই পোষা কুকুরগুলো ছুড়ে ফেলে দেয়া হয়। মাটিতে পড়ার আগে একটা গাড়ির উপরে পড়ে কুকুরগুলো। সেই শব্দ শুনে ঘুমন্ত অনেকে জেগে ওঠেন।
উল্লেখ্য, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে করোনা ভাইরাসে চীনে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই ভাইরাসে নতুনভাবে ঝরে গেলো আরও ৫৭টি প্রাণ। অথচ শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সবমিলিয়ে দেশটির মূল ভূখণ্ডেই মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬১ জনে। নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭ হাজার ২০৫ জন।