জীবন বাঁচাতে সৈকতের দিকে ছুটছে অস্ট্রেলিয়ানরা

দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল
দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল  © এএফপি

অস্ট্রেলিয়ার দুটি রাজ্যের বনাঞ্চলে দ্রুত ছড়িয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। ফলে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। জীবন বাঁচাতে তারা উপকূলীয় ভিক্টোরিয়া সমুদ্রসৈকত এলাকায় আশ্রয় নিয়েছেন। দাবানলে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। খবর: বিবিসি।

সর্বশেষ আগুনে অন্তত ২০০ বাড়ি পুড়ে গেছে। নববর্ষের প্রাক্কালে নিউ সাউথ ওয়েলস রাজ্যের অন্তত ১১২ স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আর ভিক্টোরিয়া রাজ্যের ৪৫টি স্থানে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় অধিবাসীরা সেখানকার পরিস্থিতিকে ‘ভয়াবহ অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন। দুর্গতদের রক্ষায় সামরিক বিমান ও নৌযান পাঠানো হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলে আগুনে নিউ সাউথ ওয়েলসে আরও দুজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। আরও কিছু অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভিক্টোরিয়া এলাকায় চারজন ও নিউ সাউথ ওয়েলসে একজন নিখোঁজ রয়েছেন। সর্বশেষ খুঁজে পাওয়া মৃত দুজনকে বাবা ও সন্তান বলে মনে করা হচ্ছে। নিউ সাউথ ওয়েলসের করবারগো শহরে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

গতকাল মঙ্গলবার ওই অঞ্চলে দাবানল ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এর ফলে আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ডেপুটি কমিশনার গ্যারি ওরবয়েস বলেছেন, পরিস্থিতি খুবই দুঃখজনক। পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। সকালের দিকে ওই আগুন ব্যাপক হারে ছড়িয়ে পড়ে বলে তিনি জানিয়েছেন।

মালাকুটা শহরের অগ্নিনির্বাপণকর্মীরা জানিয়েছেন, বাতাসের গতি পরিবর্তন শহরের আগুন পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস থেকে শুরু করে ভিক্টোরিয়া পর্যন্ত অন্তত ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে এ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। সমুদ্র উপকূলসহ অনেক বিনোদন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে অধিকাংশই বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্র– বলেছেন, খাদ্য, পানি ও বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার জন্য নৌবাহিনীর জাহাজ তলব করার প্রয়োজন হতে পারে।


সর্বশেষ সংবাদ