অভিনব পোশাক পরে ক্লাসে শিক্ষিকা, ছবি ভাইরাল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯ AM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯ AM
স্পেনের একটি স্কুলের শিক্ষিকরা বেশ কয়েকটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, মানুষের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ সংবলিত ছবিযুক্ত একটি বডিস্যুট করে ক্লাস নিচ্ছেন তিনি।
ভেরোনিকা দুকিউ নামের ওই শিক্ষক গত ১৫ বছর ধরে শিক্ষকতা করছেন। বর্তমানে স্কুলের থার্ড গ্রেডের বিজ্ঞান, ইংরেজি, শিল্পকলা, সামাজিক শিক্ষা ও স্প্যানিশ পড়ান তিনি।
৪৩ বছর বয়সী ওই শিক্ষিকা বলেছেন, ছোট বাচ্চাদের মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর ধরন বোঝানো কঠিন। সেটি অনুধাবন করেই এ পন্থা বেছে নিয়েছেন তিনি।