পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০১:১৮ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০১:২৫ PM
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত।
দেশটির পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমাদ শেঠ নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ আদালত আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করে। খবর: ডন অনলাইন।
২০০৭ সালে অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারির দায়ের দেশটির সাবেক এই সামরিক শাসককে দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হয়েছে।
পাকিস্তানের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বেসামরিক আদালতে দেশদ্রোহের অভিযোগে কোনো সামরিক কর্মকর্তার বিচারের রায় এল। দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।