কাশ্মীরে দমন-পীড়নের প্রতিবাদে ভারতীয় কর্মকর্তার পদত্যাগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ০৮:২৩ PM , আপডেট: ২৫ আগস্ট ২০১৯, ০৮:২৩ PM
জম্মু-কাশ্মীরে দমন-নিপীড়নের প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কান্নান গোপিনাথ নামের এক কর্মকর্তা। ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে দেয়ার পর এই প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করে প্রতিবাদ জানালেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
কান্নান অবশ্য প্রকাশ্যে বলছেন না, জম্মু-কাশ্মীর নীতির প্রতিবাদেই পদত্যাগ করছেন। তার ভাষায়, ‘ভেবেছিলাম সিভিল সার্ভিসে থেকে মানুষের বক্তব্য তুলে ধরতে পারবো। দেখলাম আমার কণ্ঠই রুদ্ধ হয়ে যাচ্ছে।’
দাদরা ও নগর হাভেলি প্রশাসনে কয়েকটি গুরুত্বপূর্ণ পদ সামলেছেন কান্নান। তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্রসচিব বা অর্থসচিব নই। আমার পদত্যাগে পরিস্থিতির বদল হবে না। কিন্তু আমার বিবেক স্বচ্ছ।’
আইএএস অ্যাসোসিয়েশন সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের মানুষের মৌলিক অধিকার খর্ব হওয়ায় কান্নান ক্ষুব্ধ। তার এক সতীর্থের কথায়, ‘ও বলতো মৌলিক অধিকার খর্ব হওয়ার অর্থ জরুরি অবস্থা জারি হওয়া।’
মোদি সরকারের সঙ্গে আগেও বিরোধ হয়েছে কান্নানের। লোকসভা ভোটের সময়ে এক নেতা তাকে নির্দেশ দেয়ায় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন কান্নান।
কান্নানকে ‘দেশ-বিরোধী’ তকমা দিয়ে একপক্ষ টুইটারে প্রচার শুরু করেছে। তবে এসব পাত্তা দিচ্ছেন না তিনি, ‘দেশের স্বার্থে আমি দেশ-বিরোধী তকমা সহ্য করতে রাজি।’ কান্নানের পাশেও দাঁড়িয়েছেন অনেকে। প্রাক্তন আইএএস অনিল স্বরূপের বক্তব্য, ‘কান্নানের মতো অফিসারদের নিয়ে আমরা গর্বিত।’