ইরানে ইসরায়েলি গুপ্তচরবৃত্তিতে জড়িতকে মৃত্যুদণ্ড
ইসরায়েলে পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের সংঘাতে সময় এক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য ফাঁসের অভিযোগে রোজবেহ ভাদি নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির বিচার বিভাগের অনলাইন পোর্টাল মিজান অনলাইন জানিয়েছে, রোজবেহ ভাদি সাম্প্রতিক সংঘাতের সময়ে দখলদারদের কাছে নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য ফাঁস করেছিলেন। সেই অভিযোগেই যথাযথ বিচারিক প্রক্রিয়া মেনে ও সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের পর তার ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে তাকে কখন গ্রেফতার কিংবা সাজা দেয়া হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মিজানের তথ্য অনুযায়ী, ইরানের ‘গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর’ একটি প্রতিষ্ঠানে কর্মী ছিলেন রোজবেহ ভাদি। এই সুযোগ নিয়ে তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদে কাছে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেয়।
গত জুন মাসে ইসরায়েল ইরানের বহু আবাসিক এলাকা ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায়। এতে অন্তত ১২ জন পারমাণবিক বিজ্ঞানীসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও শত শত বেসামরিক নাগরিক নিহত হন। ইরান পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
আরও পড়ুন: উত্তাল পাকিস্তান, ব্যাপক ধরপাকড়
যুদ্ধ পরবর্তী সময়ে ইরান ঘোষণা দেয়, ইসরায়েলের সঙ্গে সহযোগিতায় যুক্ত ছিল তাদের দ্রুত বিচার ও শাস্তি কার্যকর করা হবে। বিচার বিভাগ এরই মধ্যে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার এবং কয়েকজনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।