০৬ আগস্ট ২০২৫, ১৪:৫৩

সহপাঠীর হাতে শারীরিক নির্যাতনের শিকার কিশোরী, ভিডিও ভাইরাল

চীনে সহপাঠী কর্তৃক নির্যাতনের শিকার কিশোরী  © বিবিসি

চীনে সহপাঠী কর্তৃক নির্যাতনের শিকার কিশোরীসিচুয়ান প্রদেশের জিয়াংইউ শহরে সহপাঠীদের হাতে এক স্কুল শিক্ষার্থীর মারধর ও নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (৫ আগস্ট) সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীর তিন সহপাঠী তাকে চড়-থাপ্পড় ও লাথি মারার পাশাপাশি হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। এছাড়াও ভুক্তভোগীকে লাঠি দিয়ে পিটানো হয়েছে। 

বিবিসি জানিয়েছে, ভুক্তভোগী মেয়েটি দীর্ঘদিন ধরেই নির্যাতনের শিকার হচ্ছিল। এসব ঘটনায় কিশোরীর শ্রবণপ্রতিবন্ধী মা বারবার ন্যায়বিচারের জন্য থানায় অভিযোগ করলেও কোন লাভ হয়নি। হামলাকারীরা প্রতিবারই থানা থেকে ২০ মিনিটেই ছাড়া পেয়ে যায়। তবে এবারের ঘটনায় দুজনকে সংশোধনমূলক শিক্ষার জন্য বিশেষায়িত স্কুলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে, জিয়াংইউ শহরের স্থানীয় প্রশাসনিক কার্যালয়ের সামনে শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেয়। প্রত্যক্ষদর্শী এক দোকান মালিক বলেন, প্রায় ১ হাজার মানুষ মধ্যরাত পর্যন্ত অবস্থান নেয়। পুলিশ বিক্ষোভকারীদের দমন করতে লাঠি ও ইলেকট্রিক প্রড ব্যবহার করে। কিছু মানুষ পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারে। তিনি বলেন, ‘মানুষ শুধু ন্যায়বিচার চাইছিল। হামলাকারীদের শাস্তি না হওয়ায় তারা ক্ষুব্ধ ছিল।’

জিয়াংইউর পুলিশ এক বিবৃতি জানায়, হামলাকারী মেয়েদের পরিবার সম্পর্কে গুজব ছড়ানো হয়েছে। তাদের কারো বাবা-মা পুলিশ বা আইনজীবী নন। গুজব ছড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে সকল আরোহী নিহত

এক আইনজীবী বলেন, ‘তুচ্ছ শারীরিক ক্ষতির জন্য শাস্তি হালকা হলেও ভুক্তভোগীদের মানসিক ও শারীরিক ক্ষতির দিকটি উপেক্ষিত করা যায় না। যদি সে ন্যায় বিচার না পায় তাহলে তা অধিকার রক্ষায় ভারসাম্যহীনতা সৃষ্টি করে।’

সাম্প্রতিক বছরগুলোতে চীনের স্কুল গুলোতে বুলিংয়ের ঘটনা বেড়েই চলেছে। এর আগেও বুলিংয়ের ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ দেখা গেছে। এছাড়াওগত বছর হেবেই প্রদেশে এক কিশোরকে দীর্ঘদিন যাবত বুলিং করার পরে শাবল দিয়ে হত্যার অভিযোগে দুই সহপাঠীকে দীর্ঘমেয়াদে দণ্ডিত করে আদালত।