ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জনের মৃত্যু, নিখোঁজ ৭৪
ইয়েমেন উপকূলে আফ্রিকান শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন। সোমবার (৪ আগস্ট) সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান আবদুসাত্তার এসোয়েভ জানান, ইয়েমেনের আবইয়ান প্রদেশ উপকূলে উল্টে যায় নৌকাটি। ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ১৫৪ জন ইথিওপিয়ান নাগরিক ছিলেন।
তিনি আরও জানান, নৌকা ডুবির ঘটনায় বেঁচে ফিরেছেন ১২ জন। খানফার জেলায় ৫৪ জনের মৃতদেহ উপকূলে ভেসে আসে। এছাড়াও অন্য একটি স্থানে আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির নাগরিকদের দেশত্যাগের প্রবণতা বেড়ে যায়। আফ্রিকার হর্ন অঞ্চল ও ইয়েমেনের মধ্যবর্তী পানিপথ বহুদিন ধরেই শরণার্থী ও অভিবাসীদের জন্য একটি বিপজ্জনক রুট হিসেবে পরিচিত।
আরও পড়ুন: সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০
২০২২ সালের এপ্রিলে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে একটি যুদ্ধবিরতি ফলে দেশটিতে চলমান সহিংসতা ও মানবিক সংকট কিছুটা কমেছে। যে কারণে সোমালিয়া ও ইথিওপিয়ার মতো আফ্রিকান সংঘাতপীড়িত দেশ থেকে আসা অনেকেই ধনী উপসাগরীয় দেশগুলোর দিকে যাওয়ার পথে ইয়েমেনকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন।
প্রসঙ্গত, গত এক দশকে এই রুটে অন্তত ২ হাজার ৮২ জন মানুষ নিখোঁজ হয়েছেন- যাদের মধ্যে ৬৯৩ জনের ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে ইয়েমেনে প্রায় ৩ লাখ ৮০ হাজার শরণার্থী ও অভিবাসী অবস্থান করছেন।