২৪ জুন ২০২৫, ১০:৪১

ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

কাতারে মার্কিন ঘাটিতে হামলার আগে সতর্ক করায় ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। কিন্তু তেহরান কেন আমেরিকাকে আগে থেকেই সর্তক বার্তা দিয়েছিল, এখন সেই প্রশ্নই সামনে আসছে। এমনটা দাবি করে খবর প্রকাশ করেছে বিবিসি।

নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার উদ্দেশ্য ছিল মূলত ‘প্রতীকী’।

তিনি বলেন, ‘এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় সংঘাতে জড়াতে চায় না।’

ফ্রুহলিংয়ের মতে, ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে, যাতে কাতার ও যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে।

তিনি যোগ করে বলেন, এই সতর্কতা যুক্তরাষ্ট্র ও কাতারকে একধরনের বার্তা যে ইরান সংঘাত সীমিত রাখতে চায় শুধু ইসরায়েলের সঙ্গেই। কারণ, সংঘাত বাড়লে তারা সামরিকভাবে পিছিয়ে পড়তে পারে।

আরও পড়ুন : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩ জন নিহত

ফ্রুহলিং বলেন, এর আগেও ইরান এমন ‘লোক দেখানো’ হামলা চালিয়েছিল, যেমনটা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পর।

এদিকে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একাধিক পোস্টে শান্তির বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়। ইরানের হামলা ছিল ‘খুবই দুর্বল’ এবং এতে ‘আমাদের কোনো ক্ষতি হয়নি’। একই সঙ্গে ইরানকে ধন্যবাদ জানান ‘আমাদের আগেই নোটিশ দেওয়ার জন্য’। তার মতে, এটি ছিল এমন একটি প্রতিক্রিয়া যা পূর্বানুমিত এবং ‘খুবই কার্যকরভাবে প্রতিহত’ করা হয়েছে।