১৫ জুন ২০২৫, ১১:৩৯

তৃতীয় দফায় ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

কিছু ক্ষেপণাস্ত্র ইয়েমেন থেকে ছোড়া হয়  © সংগৃহীত

ইরানের পর আবারও ইয়েমেনভিত্তিক সশস্ত্র হুথি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের কেন্দ্রীয় অঞ্চলগুলোকে লক্ষ্য করে নিক্ষেপ করা কিছু ক্ষেপণাস্ত্র ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল। এ খর জানিয়েছে আল জাজিরা।

হুথি বিদ্রোহীরা বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েল ইয়েমেনের হুথিদের দখলে থাকা হোদেইদাহ বন্দরে বোমা হামলা চালিয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় হামলা চালাল হুথিরা।

আল মাসিরাহ টিভির এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে এবং এতে বেশ কয়েকটি ‘ফিলিস্তিনি২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ জড়িত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুগুলো অধিকৃত জাফা অঞ্চলে ইসরায়েলি শত্রুর সংবেদনশীল স্থান।

আরও পড়ুন : নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলে হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। উত্তর ইসরায়েলে আগের দফায় হামলায় কমপক্ষে আরও চারজন নিহত হয়েছে।

এর আগে গত মঙ্গলবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। মার্চ মাসে যুদ্ধবিরতি হওয়ার পর কিছুদিন হামলা বন্ধ ছিল। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার সঙ্গে সঙ্গে হুথিরা আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এবার ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে হুথিদের ইসরায়েলে হামলা চালানোর খবর সামনে এল।

এদিকে শনিবার রাতেও ইসরায়েলে প্রায় ১০০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ নিয়ে ইসরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে এখন পর্যন্ত কমপক্ষে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।