হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাচ্ছেন হাজিরা
চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) পালিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা, ইয়াওমে আরাফা বা আরাফায় অবস্থান করবেন হাজিরা।
আজ সারাদিন মিনায় তালবিয়া, জিকির, তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থাকবেন হাজিরা। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন তারা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান।
এর পরদিন শুক্রবার সৌদিতে পালিত হবে ঈদুল আজহা। এদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা ন্যাড়া করবেন হাজিরা।
এবার বিশ্বের নানা প্রান্তের প্রায় ১৫ লাখ মুসল্লি হজ পালন করছেন। মুসল্লিদের হজ পালন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তাসহ নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।
আরও পড়ুন: ঈদে বাড়ি ফেরা হলো না ৫ জনের, সড়কে গেল প্রাণ
উল্লেখ্য, প্রতিবছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হয়। এ সময়ের মধ্যে হজযাত্রীরা চার দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন।
সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি রবিবার (২৫ মে) ঘোষণা করেছে যে এ বছর হজে আরাফার দিনের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমাইদ।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাহর দিনে খুতবা দেওয়ার অনুমোদন দেন। আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবাহ দেবেন তিনি।