আফগানিস্তানের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন, নারীদের নিয়ে যে সিদ্ধান্ত নিল সরকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ২২ মার্চ ২০২৫, ০৭:৩৯ PM

তালেবান সরকার আফগানিস্তানে নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে, তবে আগের বছরের মতো এবারও মেয়েদের জন্য শিক্ষার সুযোগ সীমিত রাখা হয়েছে। ষষ্ঠ শ্রেণির পর মেয়েরা স্কুলে যেতে পারবে না।
নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন উপলক্ষে আফগানিস্তানের রাজধানী কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে তালেবান সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আঘা ঘোষণা করেছেন যে, দেশটির শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। তিনি জানান, স্কুলের সিলেবাস পুনরায় পরীক্ষা করা হবে এবং যেসব বিষয় ইসলাম ও আফগান সংস্কৃতির পরিপন্থি হবে, তা বাদ দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি কারিকুলাম তৈরি করব যা ধর্মীয়, আধুনিক এবং আফগান সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।’ তবে, তিনি বিস্তারিতভাবে কী ধরনের পরিবর্তন আসবে তা জানাননি।
তালেবান সরকারের এই সিদ্ধান্তে মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা শিথিল হবে কিনা, সে বিষয়ে কিছুই বলা হয়নি। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর তালেবান সরকার ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয়, যদিও মাদ্রাসাগুলোতে তারা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন তালেবান সরকারের এই নীতির সমালোচনা করেছে। তবে তালেবান প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল রয়েছে এবং বলছে, তারা ইসলামি শিক্ষা ও আফগান সংস্কৃতির ভিত্তিতে নতুন শিক্ষাব্যবস্থা চালু করবে।