ভারতে ১০ বাংলাদেশি গ্রেপ্তার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:৫৯ AM , আপডেট: ১০ মার্চ ২০২৫, ০৯:০৮ AM

ভারতের ওডিশা থেকে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ মার্চ) রাজ্যটির পুলিশের অপরাধ দমন শাখার স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ভুবনেশ্বরের রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন কিশোর রয়েছে।
ওডিশা পুলিশের একাধিক সূত্র বলেছে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা আসামের ধুবরি জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেন। পরে সেখান থেকে ওডিশা পৌঁছান।
পুলিশ জানায়, স্থায়ীভাবে বসবাসের উদ্দেশে ভুবনেশ্বরে গিয়েছিলেন তারা। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের কাছে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। তাঁদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও কিছু বাংলাদেশি এবং ভারতীয় মুদ্রা জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।