৫০ লাখ ডলারে মার্কিন নাগরিকত্ব বিক্রির ঘোষণা ট্রাম্পের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ AM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ PM

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন। নতুন নিয়মে পঞ্চাশ লাখ মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি হবে মার্কিন নাগরিকত্ব। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমোদন পবেন বিদেশিরা। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাম্প এ ঘোষণা দেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আমরা সেই কার্ডের মূল্য নির্ধারণ করছি প্রায় ৫০ লাখ ডলার। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে। যা মার্কিন নাগরিকত্ব অর্জনের পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন এবং এই কার্ড কিনতে পারবেন। তারা এখানে এসে প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তারা সফল হবেন।
কবে থেকে গোল্ড কার্ড চালু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তবে কীভাবে ‘গোল্ড কার্ড’ পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট
রাশিয়ান ওলিগার্কদের (ধনী ব্যবসায়ীদের) কাছে এই কার্ড বিক্রি করা হবে কিনা এমন প্রশ্নের জবাব ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান ওলিগার্কদের চিনি, যারা খুব ভালো মানুষ।’
মঙ্গলবার এই সংক্রন্ত নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্পের পাশে ছিলেন মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, ‘নতুন নিয়মে আবেদনকারীদের অবশ্যই যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে তারা ভালো নাগরিক।’