০৮ জানুয়ারি ২০২৫, ১৭:১০

পানামা খাল ও গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

পানামা খাল ও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন অনড় অবস্থানে। এটি মূলত তার সাম্রাজ্য বিস্তারের পররাষ্ট্রনীতি। তিনি জানিয়েছেন, এসব লক্ষ্য পূরণে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারও করতে পারেন।

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা বলেন তিনি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সম্মেলনে তিনি বলেন, অঞ্চল দুটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো দখল নেওয়া তার পরিকল্পনায় রয়েছে।

ট্রাম্পের হুমকির পরও ডেনমার্ক ও পানামা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা কোনো পরিস্থিতিতেই নিজেদের ভূমির মালিকানা ছাড়বে না।

সাম্প্রতিক সময়ে পানামা খালের দখল নেওয়া, গ্রিনল্যান্ড কিনে নেওয়া ও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে রূপান্তরের মতো বিতর্কিত বক্তব্য রেখে চলেছেন ট্রাম্প। ন্যাটো জোটের সদস্যদের কাছ থেকে প্রতিরক্ষা খাতে চাঁদার পরিমাণ বাড়ানোর দাবি করার কথাও জানিয়েছেন ট্রাম্প। এছাড়াও মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে "আমেরিকা উপসাগর" রাখার পরামর্শও দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।

বিশ্লেষকরা মতামত দিয়েছেন, ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহেরও কম সময়ে ট্রাম্পের এই আগ্রাসী পররাষ্ট্রনীতিতে মার্কিন মিত্রদের কূটনীতিক স্বার্থ রক্ষা হচ্ছে না।