সৌদিতে ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ PM
মাদক পাচারের মামলায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মামে ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) সৌদি আরবের বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই ছয় ইরানির সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে এসপিএ।
প্রতিবেদনে বলা হয়, ‘গোপনে মাদক চোরাচালানের দায়ে সৌদি আরবের উপসাগরীয় শহর দাম্মামে অন্তত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’
তবে ইরানি এ ছয় নাগরিকের মৃত্যুদণ্ড ঠিক কবে কার্যকর হবে সেই বিষয়ে কোনও তথ্য জানায়নি সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাটি।